সমুদ্র তটে অদ্ভূত একটা জিনিস! যেন একটা আজব জন্তু আচমকাই সমুদ্র থেকে উঠে এসেছে। সেই জিনিস দেখতে নিউজিল্যান্ডের মুরিওয়াই সমুদ্র তটে ভিড় করছেন অসংখ্য মানুষ।আসলে গত মাসে নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর এই জিনিসটি সমুদ্র তটের দুফুট উঁচু পর্যন্ত উঠে এসেছে।
স্থানীয় বাসিন্দারাও এই জিনিসটি কী, তা নিয়ে অন্ধকারে। কারণ, তাঁরা কোনওদিন এমন জিনিস দেখেননি।বৈজ্ঞানিকরা বলছেন, জিনিসটা সমুদ্রে ভেসে যাওয়া কাঠের খণ্ড, যার গায়ে লেগে রয়েছে একপ্রকার সামুদ্রিক জীব (গুজনেক বার্নাকেলস)।পতুর্গাল ও স্পেনের মতো দেশে গুজনেক বার্নাকেলস খাবার হিসেবে খাওয়া হয়। যাই হোক না কেন, এই অদ্ভূত জিনিসটি মুরিওয়াই সমুদ্র তটে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।