সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী আদালতে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ চার্জশিট করা হয়। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। ডিবিসি ও যুমনা টিভি
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ভুক্তভোগীর স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে আট জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ৪ জানুয়ারি আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের তারিখ নির্ধারিত হয় ১০ জানুয়ারি। শাহপরাণ থানায় ভিকটিমের স্বামীর করা ওই মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়। এই পর্যন্ত মামলার ছয় জন এজাহারভুক্ত আসামিসহ আট জন গ্রেফতার হয়েছে।