৩ ছাগশিশুর গরুমা

0

Cowটেকনাফ (কক্সবাজার): পশুর অবাক মাতৃস্নেহ হার মানিয়েছে মানুষকেও। ছাগলের তিন বাচ্চাকে পরম স্নেহে দুগ্ধপান করাচ্ছে গাভী। প্রাণী দু’টি বিজাতীয় হওয়া সত্বেও দূরে ঠেলে না দিয়ে পরম মাতৃস্নেহে গাভীটি ছাগলের বাচ্চাগুলোকে নিজের দুধ পান করায়।

এ রহস্যময় ঘটনাটি ঘটেছে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া গ্রামের মাওলানা আবুল কাশেমের বাড়িতে। তার ছেলে হাফেজ নোমান বাংলামেইলকে জানান, কুকুরের মারাত্মক আক্রমণে মা-ছাগলটি ৩টি বাচ্চা রেখে জন্মের ৫ দিন পরই মারা যায়।

এরপর থেকে ক্ষুধার্থ বাচ্চাগুলো ওই বাড়ির পোষা গাভীটির পরম মাতৃস্নেহে দুধ পান করছে। যখনই বাচ্চাগুলো ক্ষুধার্থ হয় তখনই ছুটে আসে গাভীর কাছে। এভাবে চলছে গৃহপালিত দু’জাতের পশুর সুন্দর জীবন। প্রথম কয়েকদিন ছাগলের ৩টি বাচ্চা দুধুরে অভাবে স্বাস্থ্যহানী হলেও এখন ভালো আছে। প্রায় ১ মাস ধরে ছাগলের ৩ বাচ্চা ও গাভীর ১ বাচুর মিলে মিশে একসঙ্গে দুধ পান করে যাচ্ছে।

ব্যতিক্রমধর্মী এ খবর উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে রহস্যময় স্মৃতি নিজ চোখে দেখতে প্রতিনিয়ত ভীড় করছে অনেকেই। দৃশ্যটি দেখে সদর ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ওমর হাকিম বাংলামেইলকে বলেন, ‘গৃহপালিত পশুর এ ভালোবাসা থেকে আল্লাহর সেরা সৃষ্টি মানুষের শিক্ষা নেয়া উচিৎ।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More