ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সোনার বারসহ বিষ্ণু সূত্রধর (৩২) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, রোববার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ থেকে আসা এগারো সিন্দুর ট্রেনের যাত্রী ছিলেন বিষ্ণু। তার গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়
তিনি জানান, বিষ্ণুর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
আর ডি