বিয়েবাড়িতে নৃত্য পরিবেশনের জন্য চুক্তিতে আসা দুই নৃত্য শিল্পী রাতভর গণধর্ষণের শিকার হয়েছেন । কুমিল্লার চৌদ্দগ্রামে গত উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে তিন যুবক ।
চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ সাহা জানান, গত ৩১ অক্টোবর বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশন শেষে সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া গ্রাম থেকে আসার পথে ২ নৃত্যশিল্পীর পথ রোধ করে হাবিব নামের এক যুবক। পরে চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের স্বপনের বাড়িতে অপর একটি বিয়ের অনুষ্ঠানের কথা বলে তাদেরকে শামুকসার গ্রামে নিয়ে আসে। পরে তাদেরকে শামুকসার গ্রামের মিজান মজুমদারের নবনির্মিত একটি খালি বাড়িতে নিয়ে আটক রেখে অস্ত্র ও ভয়ভীতির মুখে রাতভর গণধর্ষণ করে।