বাতিল লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অভিযোগে ডালাস আরচার নামের এক কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর বয়স ১৯। তাকে টিনেসি থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মহিলা পুলিশের মাথায় বাজ পড়ে যখন দেহ তল্লাশিতে দেখতে পান ঐ তরুণী তার জননাঙ্গে একটি ৪ ইঞ্চি লম্বা পিস্তল লুকিয়ে রেখেছে। এটি সে চুরি করে ২০০৩ সালী এক বৃদ্ধ লোকের গাড়ীর ভিতর থেকে। পিস্তলটি মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়। যখন তাকে তার পিস্তলটির প্রাপ্তি স্থানের কথা বলা হয়, তখন তিনি বলেন, ব্লিসিং পাউডারে পরিস্কার করার পর তিনি তা ব্যবহার করবেন।
Next Post
Comments