নবীগঞ্জঃ বানিয়াচং উপজেলার গুনই গ্রামের জনৈকা যুবতি নবীগঞ্জ শহরের একটি ব্যাংকে টাকা উত্তোলন এসে ভংয়কর প্রতারণার ফাঁদে পাঁ দিয়ে অল্পের জন্য ইজ্জত রক্ষা করতে পেরেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রাম থেকে মক্ষিরানী রুবি বেগমসহ ২ যুবতীকে গ্রেফতার করেছে গোপলার বাজার ফাড়িঁ পুলিশ।
কিন্তু কে জানতো যে এটা রুবির ভয়ংকর প্রতারনার ফাঁদ? গত মঙ্গলবার দুপুরে ধর্ম আত্মীয়তার সুত্রধরে বানিয়াচং থানার গুনই গ্রামের জনৈকা যুবতী মেয়েকে দাওয়াত করে রুবি বেগমের বাড়ি আনে। সন্ধ্যার দিকে অপরিচিত জনৈক এক যুবকের সাথে অনৈতিক কাজ করার জন্য রুবি প্রস্তাব দেয়।
তার এই প্রস্তাব না মানায় জোরপুর্বক দেহ ব্যবসা করার চেষ্টা কালে ওই জনৈকা যুবতী দৌড়ে পালিয়ে পাশের বাড়ি মাহমুদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে গিয়ে মক্ষিরানী রুবি বেগম ওই যুবতীকে মারপিট করে। এদের সুচিৎকারে স্থানীয় জনতা জড়ো হলে জনৈকা যুবতি বিস্তারিত খুলে বলে স্থানীয়দের। পরে স্থানীয় লোকজন গোপলার বাজার পুলিশ ফাড়িঁতে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে তাদেরকে থানায় নিয়ে আসেন।
বুধবার সকালে তাদেরকে সংশ্লিষ্ট ধারায় জেল হাজতে প্রেরন করা হওয়ার কথা রয়েছে।