সুপ্রিম কোর্টের ৪১ বিচারপতিকে হুমকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের নামে চিঠি বিতরণকালে আসাদ উল্লাহ (২৭) নামে এক যুবককে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। বুধবার বিকেলে আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আসাদ পুলিশের কাছে নিজেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মতিঝিলের দিলকুশা শাখার কর্মী বলে পরিচয় দেন।
শাহবাগ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৫টার দিকে সুপ্রিম কোর্টের এক বিচারপতির কাছে চিঠি নিয়ে যান আসাদ।
পরে দেখা যায়, ওই চিঠিতে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়েছে। পরে আসাদকে ধরে শাহবাগ থানায় খবর দেওয়া হয়।
এসআই শফিক বলেন, গ্রেপ্তারের পর আসাদের কাছ থেকে ৪১টি চিঠি পাওয়া গেছে। চিঠিগুলোতে প্রাপক হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নাম রয়েছে।
তবে প্রেরকের কোনো নাম-ঠিকানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Prev Post
Comments