ইসলামী ছাত্রসেনার হরতাল চলছে

0

Strongঢাকা: মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। তবে বন্যা কবলিত জেলাগুলোকে এ হরতালের আওতামুক্ত রেখেছে ছাত্রসেনা।

রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

সকাল সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে ফারুকী হত্যার প্রতিবাদে ডাকা এ হরতাল।

রাজধানীর রাস্তাগুলোতে অন্যান্য কর্মদিবসের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কম হলেও একেবারে কম নয়। রাস্তাঘাটে পথচারীর সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম।

রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। সকাল সোয়া ৮টার দিকে একটি মিছিল কাকরাইল মোড় অতিক্রম করলেও এতে খুব বেশি কর্মী দেখা যায়নি। মিছিলের পিছন পিছন গাড়িও চলতে দেখা গেছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর  বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ প্রায় প্রতিটি রাস্তাতেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মঙ্গলবার রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ফারুকী দেশের একাধিক টিভি চ্যানেলে ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতেন।  আহলে সুন্নাত ওয়ালের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত ছিলেন ফারুকী।

এ ঘটনার প্রতিবাদে পরদিনই রোববার সারাদেশে হরতালের ডাক দেয় ইসলামী ছাত্রসেনা। প্রথমে দিনব্যাপী হরতালের কথা বলা হলেও পরে অবশ্য তা কমিয়ে আধাবেলা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More