কর্মস্থলই যাদের ঈদ আনন্দ

0

new_167442573ঢাকা: ঈদের বাকী আর মাত্র একদিন। ৬ অক্টোবর ঈদ। ঈদের ছুটির আগে শুক্র-শনি  অফিস আদালত বন্ধ থাকায় ছুটির পাল্লা ভারী হয়েছে। ছুটি পেয়ে অনেকে গ্রামের বাড়িতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করার জন্য ছুটছেন।

সবাই কি পরিবার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ পাওয়ার জন্য গ্রামের বাড়িতে ছুটেছেন? না, অনেকেই আবার ঈদে বাড়ি যেতে পারছেন না। পারছেন না প্রিয়জনকে ঈদ আনন্দ দিতে। তারা থাকবেন নিজ কর্মস্থল ঢাকায়।

প্রিয়জনদের রেখে কাজের মধ্যেই ঈদের আনন্দ খুঁজে নেবেন ছুটিবঞ্চিত এসব কর্মজীবী মানুষ। নিরাপত্তারক্ষী, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, আইন শৃংখলাবাহিনীর  বেশির ভাগেরই  ছুটি নেই ঈদে।

ছুটি না থাকলেও হাসিমুখে নিজ নিজ দায়িত্ব পালন করছেন তারা। তবে প্রতিদিনের চেয়ে কর্মব্যস্ততা কম কারণ প্রিয়জনকে সাথে নিয়ে ঈদ করতে শহর ছেড়েছেন সাধারণ মানুষ।

মালিবাগ বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে পাহারাদার হিসেবে কর্মরত নড়াইলের মো. ওহাব মিয়া (৫৫)। তিনি বাংলানিউজকে বলেন, ৪ বছর ধরে ব্যাংকের বুথে চাকরি করে আসছি।  ঈদে পালাক্রমে ছুটি নিতে হয়।

তিনি বলেন, গত রোজার ঈদে ৩দিনের ছুটি কাটিয়েছি। এই ঈদে আর ছুটি পাইনি। তবে অভ্যাস হয়ে গেছে। আগের মত আর খারাপ লাগে না।

খিলগাঁও তালতলা এলাকার গৃহকর্মী দিলারা (৪০) বলেন, ঈদে কখনও ছুটি পাইনি। ঈদের পর কয়েকদিন ছুটি নিয়ে গ্রামে যাব। ঈদের সময় বাসায় অনেক কাজ থাকে বলে ছুটি নিতে পারি না।

চিকিৎসক আর রোগীদের সম্পর্ক নিয়ে আলোচনা সমালোচনা অনেক। কিন্ত ঈদের সময় আনন্দের অভিজ্ঞতাই বেশী। ঈদে রোগী সেবার মধ্যে আনন্দ যেন অনেক বেশি বলেন, ডা: ইমরান আহমেদ।

এসআই ফিরোজ আহমেদ বলেন, কর্মজীবনে হুট করেই ঈদে ছুটি বাতিল হয়ে যাওয়ার হিসেব অনেক। তারপরও হাসিমুখে কাজ করে যেতে হয়।

তিনি বলেন, কষ্ট-বেদনা অনেক, তবে চাকরির ধরন বা দায়িত্ব-কর্তব্যটাই তাদের সান্তনা।

পুলিশ ও চিকিৎসকের কাজ সাধারণ মানুষ কিংবা একেবারেই বিপদগ্রস্তদের  সঙ্গে। তাই অভিযোগ অনুযোগটাও একটু বেশি। এত কিছুর পরও থেমে নেই এই মানুষগুলোর বিরামহীন পথচলা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কথা বলে জানা গেল, প্রতি ঈদে দুটি ব্যাচ করা হয়। এক ব্যাচ ঈদের ছুটি কাটায়।

কথা হচ্ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের সাথে। এসময় সিনিয়র টেলিফোন অপারেটর আঞ্জুম রশীদ বলেন, জরুরি সার্ভিসে চাকরি নেওয়ার পর থেকেই অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ছুটি না পেলেও খারাপ লাগে না। বরং ঈদের না পাওয়া ছুটির মধ্যেও আনন্দ খোঁজার চেষ্টা করি। ভাইরে, জীবন তো আর ছুটির জন্য থেমে থাকে না!

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More