ঢাকা-দক্ষিণবঙ্গ রুটের পরিবহন ধর্মঘট স্থগিত

0

Untitled-2 copyঢাকা: ঢাকা থেকে দক্ষিণবঙ্গ, মাওয়া, মুন্সীগঞ্জ এবং দোহার রুটে চলাচলরত বাস, মিনিবাসসহ সব ধরনের পরিবহনে সর্বাত্মক ধর্মঘট স্থগিত করেছে বৃহত্তর দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতি। যদিও এরআগে রোববার থেকে ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছিল তারা।

শনিবার দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতির সভাপতি মো. আলমগীর মোল্লা বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আলমগীর মোল্লা বলেন, ‘মুন্সিগঞ্জ জেলা প্রশাসক উদ্ভুত সমস্যাগুলো সমাধানকল্পে বৃহস্পতিবার সকাল ১১টায় সভা আহ্বান করেছেন। তাই ২৮ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এরমধ্যে সমস্যা সমাধান না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

আলমগীর মোল্লা বলেন, ‘গত ৪ আগস্ট ঢাকা-বরিশাল রোডে চলাচলরত মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা-মাওয়া রোডের বেজগাঁও এলাকায় একটি মোটর সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ৩টি বাস পুড়িয়েছে এবং ৫০/৬০টি বাসে ভাঙচুর চালিয়েছে। এছাড়া যে কোনো দুর্ঘটনা ঘটলেই গাড়ি ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেয়া এবং গাড়ি আটক করে মুক্তিপণ আদায় করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বারবার আনুষ্ঠানিক আবেদন জানানোর পরে বিআরটিএ এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এসব ঘটনা থেকে আমরা অব্যাহতি পাওয়ার জন্য এমন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More