প্রার্থী হতেই মুনমুনের অশোভনীয় ছবিতে ছয়লাপ

0

11861তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ওঠার পরেই সোশাল নেটওয়ার্কিং সাইটের কুরুচিকর কুৎসায় ছয়লাপ৷ বিরোধীদের কু-নজরে পড়ে গেলেন মহানায়িকা কন্যা মুনমুন সেন৷ আদ্যপ্রান্ত ফিল্মি পরিবার থেকে সটান রাজনীতিতে নাম লেখাতেই ফেসবুক জুড়ে তাঁর খোলামেলা ছবির পোস্ট বাড়তে শুরু করেছে৷

বুধবার রাত থেকেই ফেসবুকের মতো সোস্যাল নেটওয়ার্কিং সাইটে মুনমুনের কু-রুচিকর ছবিতে ছয়লাপ হতে শুরু করেছে৷ স্বাভাবিকভাবেই শাসকদলের অভিযোগের তির বিরোধীদের দিকেই৷ মনে করা হচ্ছে, এই প্রজন্মের সিপিএম সমর্থকদের একাংশ মুনমুন সেনের বিরুদ্ধে কুরুচিকর কুৎসা প্রচারে ময়দানে নেমে পড়েছে৷ উদ্দ্যেশ একটাই, যেনতেন কারণে ভোটার কাছে তৃণমূল প্রার্থীকে হেয় করা৷
তারা ভাল করেই জানেন, বাংলাবাজারে ভোট টানার ক্ষেত্রে মুনমুন সেন নামটাই যথেষ্ট৷ আর সেই কথা ভেবেই তৃণমূল সুপ্রিমো তাঁকে নিয়ে এসেছেন দলে৷ সব ভোট যদি মিসেস সেনের ঝুলিতে গিয়ে পড়ে? তারই প্রমাদ গুনছে বিরোধীরা৷ এসব সাত-পাঁচ ভেবেই নড়েচড়ে বসেছে সিপিএমের একাংশ৷ তাঁদের একান্ত প্রচেষ্টা ভোটের প্রাক্কালে যদি কিছুটা কুৎসা রটিয়ে অন্তত দু’চারটে ভোট ছিনিয়ে দেওয়া নেওয়া যায়৷তাই, ফেসবুকের মতো জনপ্রিয় সোস্যাল সাইটের মুনমুনের ছবি পোস্ট করে ভোটারদের কাছে অপ্রিয় করে খেলা শুরু হয়েছে ভোট-রাজনীতির ময়দানে৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More