বগুড়ায় ১৯ প্রার্থী

0
image_65083জেলা প্রতিনিধি
বগুড়া: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়ায় ৭টি সংসদীয় আসনের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

সোমবার জমা দেয়ার শেষদিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিজেদের মনোনয়নপত্র জমা দেন সংসদ সদস্য প্রার্থীরা।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রার্থীরা হলেন:
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নান এমপি। এ আসনে জাতীয় পার্টির সারিয়াকান্দি উপজেলা সভাপতি মোকছেদুল আলম বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের কাছে মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ গতকাল রোববার বিকেলে বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় সাবেক এমপি অ্যাডভোকেট শাজাহান আলী তালুকদার, জেলা জাপানেতা অ্যাডভোকেট সাথী হান্নান, আব্দুস সালাম বাবু, শিবগঞ্জ উপজেলা জাপা সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলীসহ নেতারা উপস্থিত ছিলেন।

বগুড়া-৩ (আদমদিঘী ও দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ সভাপতি লায়ন আনসার আলী মৃধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন। জাতীয় পার্টির অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত দলটির জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র  প্রার্থী আবুল কাশেম মঞ্জু বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চু নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিবর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী তাজ মোহাম্মদ ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত রাগেবুল আহসান রিপু ও জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর এবং জাতীয় পার্টি (জেপি) আব্দুল মজিদ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৭ (গাবতলী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএমএ বগুড়া জেলা সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু ও জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট আলতাফ আলী এবং জাতীয় পার্টি (জেপি) এটিএম আমিনুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More