বুধবার (৬ জানুয়ারি) ঔষধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয়। এ মাসের মাঝামাঝিই ট্রায়াল শুরু করতে হায় গ্লোব বায়োটেক।
গ্লোব বায়োটেক বলছে, দ্রুততম সময়ে অনুমতি মিললে মে-জুনের মধ্যেই বাজারজাত করা সম্ভব হবে বঙ্গভ্যাক্স। সরকার যদি মনে করে ইমার্জেন্সি হলে আমাদের এই ভ্যাকসিন অনুমোদন দেয়া যায় তাহলে আমরা খুব দ্রুত এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবো।
এর আগে ২ জুলাই নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) রোগের টিকা (ভ্যাকসিন) উদ্ভাবনের দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড’র সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করল। সংবাদ সম্মেলনে জানানো হয়, সব ধাপ পার হতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে টিকা বাজারে আনা সম্ভব হবে।