জার্মানিতে ঈদুল ফিতর উদযাপন

0

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আজ শুক্রবার মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দেশটির বিভিন্ন শহরে বাংলাদেশিদের পরিচালিত মসজিদে ও বিভিন্ন স্থানে খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসি বাংলাদেশিরা।

এ সকল ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেছেন।

জার্মানিতে বাংলাদেশি অধ্যুষিত ফ্রাঙ্কফুর্ট শহরের বায়তুল হামদ মসজিদ এবং মাবিন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসি বাংলাদেশিদের উদ্যোগে এই শহরে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে গ্রিসহাইম হলরুমে। অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা। ঈদের নামাজের পূর্বে ইমাম মুফতি রাহেল রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে কিভাবে আত্মগঠন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

রাজধানী বার্লিনের বায়তুল মোকাররাম মসজিদে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে নামাজ আদায় করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। নামাজের পূর্বে ঈদুল ফিতরের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেছেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।

মানহাইম শহরের বাংলাদেশিদের পরিচালিত মসজিদে ঈদের নামজ আদায় করেছেন ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও ওফেনবাখ শহরে আইনহাইট ডেজ ইসলাম এবং বাইতুল গফুর মসজিদে ঈদের নামাজ আদায় করেন সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়াও মিউনিখ, ডার্মস্ট্যাড, ডটমুন্ড, হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More