ফয়সাল আহমেদ জার্মানি থেকে:
বিশ্বের বৃহত্তম বইমেলার ৭৫ তম আসর শেষ হলো জার্মানির ফাংফুটে। ১৮ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলে এই মেলা। এবার বইমেলায় ৯৫ টি দেশ থেকে ৪ হাজার প্রকাশক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তাছাড়া ১৩০ টি দেশ থেকে এক লাখ পাঁচ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং বই প্রেমী দর্শনার্থী ছিলেন এক লাখ দশ হাজার জন। সব নিয়ে প্রায় ২ লাখ ১৫ হাজার জন বই মেলায় আসেন।
বাংলাদেশ ২০১৫ সাল থেকে বইমেলায় অংশগ্রহণ করে আসছে। এবছর জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুরের নেতৃত্বে একটি স্টল নিয়ে জাতীয়গ্রন্থকেন্দ্র এ মেলায় অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশের আর কোন স্টল এই বইমেলায় দেখা যায়নি।
একুশে পদক প্রাপ্ত জার্মানি প্রবাসী কবি সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারী, প্রবাসী সাংবাদিক ভাইলেট হালদার, জার্মান প্রবাসী সাংবাদিক রুকিয়া রোতে, সাংবাদিক কামাল হেনা বইমেলায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশে প্যাভিলিয়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম । মেলা পরিদর্শন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।
এছাড়াও বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার এবং সিনিয়র সহকারী সচিব মোঃ সগীর হোসেন বাংলাদেশ থেকে সফরসঙ্গী হয়ে বইমেলায় অংশগ্রহণ করেন।