ঢাকা: পশ্চিমবঙ্গের বীরভূমের সংসদ সদস্য তৃণমূলের শতাব্দী রায়। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু সংসদ সদস্য হয়েই যেন বিপদে পড়েছেন তিনি। কারণ এলকায় যে কোনো ঘটনা ঘটলেই লোকজন সরাসরি ফোন করে বসেন এমপি শতাব্দিকে।
এতে তিনি চটেছেনও বেশ। শনিবার সিউড়ির পুরন্দরপুরে এক জনসভায় শতাব্দী বলেন, ‘পাড়ায় ট্রান্সফর্মার জ্বলে গেলে আমাকে ফোন, পাড়ায় একটি কুকুরের সঙ্গে মারপিট হল আমাকে ফোন! বাড়ির বউ পালালেও আপনারা এমপিকে ফোন করছেন। এটা কী রকম কথা! যে কোনো কারণে আমাকেই ফোন কেন?’
শতাব্দী বলেন, ‘পঞ্চায়েত লেভেল আছে, কাউন্সিলর লেভেল আছে, বিধায়ক লেভেল আছে। তারপর তো সংসদ সদস্য। এমপির একটা নম্বর পেয়েছি, তাই বেশি করে ফোন করবো?’
অথচ কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের প্রচারে বীরভূমের প্রত্যন্ত এই পুরন্দরপুর এলাকায় এসেই শতাব্দী নিজেই তার মোবাইল নম্বর সবাইকে দিয়ে যান। এলাকার মানুষকে নিজের নম্বর দিয়ে তিনি বলেছিলেন, ‘যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। দ্বিধা করবেন না।’
শুধু তাই নয় ভোটের আগে শতাব্দী বলেছিলেন, ‘সিনেমায় আমাকে দেখতে টাকা খরচ করতে হয়। কিন্তু ভোট দিলে বিনা পয়সায়ই পাঁচ বছর আমাকে দেখতে পারবেন।’