ইংরেজি ভাষায় কিছু শব্দ রয়েছে যেগুলোর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যে শব্দগুলোর ব্যবহার আপনাকে বিপাকে ফেলতে পারে এমন কিছু শব্দ তুলে ধরা হল ফ্রান্স প্রিজারভেটিভ: প্রিজারভেটিভ বলতে ফান্সে কনডমকে বুঝানো হয়।
নরওয়ে পিক: নরওয়েতে পিক বলতে বুঝায় পুরুষাঙ্গকে। ফিটার: দেশটিতে ফিটার শব্দের মানে নারীর যৌনাঙ্গ।
জার্মানি গিফট: জার্মানিতে শব্দটির মানে বিষ। লাট্টি: এই শব্দের অর্থ দাঁড়ানো পুরুষাঙ্গ।
তুরস্ক পিছ: তুরস্কে এই শব্দের অর্থ জারজ। কোরিয়া সালসা: ডাইরিয়া বলতে এই শব্দটি ব্যবহার করা হয়।
সুইডেন স্পিড: এই শব্দটি দ্বারা পায়ু পথের বায়ু নি:সরন বুঝানো হয়। কিস: কিস বলতে বোঝানো হয় টয়লেটকে।
পর্তুগাল পে-ডে: এই শব্দটি দিয়ে পর্তুগালে পায়ু পথের বায়ু নি:সরন বুঝানো হয়।
হাঙ্গেরি কুকি: কুকি বলতে স্পেনে বোঝায় ছোট পুরুষাঙ্গকে।
জাপান জেরি: জাপানে জেরি শব্দের অর্থ ডাইরিয়া।
ফ্রান্স ব্রা: ফ্রান্সে ব্রা শব্দের অর্থ বন্দুক।
নেদারল্যান্ড বিল: নেদারল্যান্ডে বিল বলতে বোঝানে হয় নিতম্বকে।
স্পেন কুল: কুল শব্দদিয়ে স্পেনে বোঝানো হয় নিতম্বকে।