আপনি যে পর্যন্ত সেলফি স্টিকের ব্যবহার সম্পর্কে জানবেন না, সে পর্যন্ত আপনার কাছে এটি অপ্রয়োজনীয় ও তুচ্ছ একটি জিনিস হিসেবে মনে হবে।
কেউ কি কখনও চিন্তা করেছিল, সাম্প্রতিক আমস্টারডাম গে প্রাইড উৎসবে খাল প্যারেড এর সময় বিশ্বের সেরা সেলফি তোলা হবে। একটি ফ্লাইবোর্ডে উঠে নেভিদের পোশাক পরিধান করে একটি নির্লজ্জ হাসি দিয়ে ক্যাপ্টেন একটি সেলফি তুলেন। ছবিতে মনে হচ্ছে পেছনের সকল জনতা তার দিকে দৃষ্টিপাত করছেন।
গে প্রাইড উৎসব মূলত তাদের অসাধারণ কিছু দৃশ্য ও পোশাকের জন্য অনেক বেশী জনপ্রিয়। কিন্তু এই সেলফিকে কেউ হারাতে পারবে বলে মনে হয় না। আর তাই এটিকেই অনেকে বিশ্বের সেরা সেলফি হিসেবে মানছেন।