‘কেউ পাবে কেউ পাবে না/তা হবে না তা হবে না’ স্লোগানে ভালোবাসা দিবসের সকাল থেকে প্রকম্পিত হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।
রোববার বেলা সাড়ে ১০টা থেকে ‘রাবি প্রেম বঞ্চিত সংঘ’ ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদী র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টায় টুকিটাকি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।
সমাবেশে ‘প্রেম বঞ্চিত সংঘের’ সদস্যরা বক্তব্য দিতে গিয়ে অভিযোগ করে বলেন, কিছু তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা একই সঙ্গে তিন-চারটি প্রেমের সম্পর্ক করছেন। মেয়েদেরকে ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে ধোকা দিচ্ছেন। তবুও মেয়েরা বুঝতে পারছে না। কিন্তু সত্যিকার প্রেমিক হিসেবে আমরা পছন্দের মেয়েদেরকে প্রেমের পয়গাম নিয়ে গেলে, কোনো কিছু না ভেবে, না বুঝেই মেয়েরা প্রত্যাখান করে দিচ্ছে।’
তারা আরও অভিযোগ করেন, ‘পারিবারিক অস্বচ্ছলতার কারণে আমাদের মোটরসাইকেল না থাকায় এবং মেয়েদের পেছনে সাধ্যমত অর্থ ব্যয় করতে সমর্থ না হওয়ায় আমরা স্নাতক শেষের পথেও আজ প্রেম বঞ্চিত।’
প্রেম মৌলিক মানবিক চাহিদা। প্রেমের ক্ষেত্রে সবার অধিকার সমান হওয়া উচিত- এটা বোঝার জন্য সকল মেয়ের প্রতি আহ্বান জানান তারা।