ঢাকা: মহাকাশে যৌন গবেষণায় ব্যর্থ হলো রাশিয়ার স্পেস এজেন্সি। এ গবেষণায় ব্যবহার করা গিরগিটিগুলো মহাকাশেই মারা গেছে।
মহাকাশে যৌনমিলন ও প্রজনন কতটা সম্ভব, তা নিয়ে বিজ্ঞানীদের মগজে চিন্তা ঘুরপাক খাচ্ছে প্রতিদিনই কিন্তু এর কোনো সমাধান আজও পাওয়া যায়নি। তবে থেমে নেই বিজ্ঞানীরা।
নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, মহাকাশের বিপদসংকুল পরিবেশে সহবাস করা সম্ভব নয়। কারণ মহাকাশে সবকিছুই ভারশূন্য। তবুও বিজ্ঞানীরা আশা ছাড়েননি। এর আগে মহাকাশে ড্রোসোফিল মাছিদের নিয়ে প্রজনন গবেষণা সফল হয়। কিন্তু রাশিয়ান স্পেস গিরগিটিরা প্রজননে ব্যর্থ হয়। ভারশূন্য পরিবেশে ৪টি স্ত্রী গিরগিটি ও একটি পুরুষ গিরগিটিকে ফোটন-এম৪ মহাযানে নিয়ে আসা হয়। সেখানেই মারা যায় গিরগিটিরা। কী কারণে গিরগিটিরা মারা গেল ৪৪ দিনের ভিডিও ফুটেজ দেখে বিজ্ঞানীরা তদন্তে নেমেছেন।