এবার উদ্ভূত এক কাণ্ড ঘটালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরী। ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আখতরুজ্জামানের বাসভবনে ঢুকে ‘বিশেষ মোনাজাত’ করেন তিনি। সঙ্গে ছিল তার দপ্তরের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভিসির দাবি মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন পরীক্ষা নিয়ন্ত্রক। তাই অসংলগ্ন আচরণ করছেন তিনি। আর মোনাজাতে অংশ নেয়া কয়েকজন কর্মকর্তার দাবি, কোনো কিছু না বলেই পরীক্ষা নিয়ন্ত্রক এ কাণ্ড ঘটিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, সপ্তাহখানেক আগে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তার মৃত্যু হয়। তার জানাজায় অংশ নেননি ভিসি। এর প্রতিবাদে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে ভিসির বাসভবনে ঢোকেন তারা।
এরপর মোনাজাত করে বের হয়ে যান। আরেক কর্মকর্তা বলেন, বাহালুল স্যার হঠাৎ আমাদের সবাইকে জরুরিভাবে ডেকে ভিসি স্যারের বাসভবনে নিয়ে যান। সেখানে কোনোকিছু না বলে আকাশের দিকে হাত তুলে মোনাজাত ধরেন। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। আমরাও তার সঙ্গে মোনাজাত ধরি।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হকের বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান মানবজমিনকে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মানসিকভাবে অস্থিরতার মধ্যে রয়েছেন। কী করবেন বুঝতে পারছেন না। আমি তার পরিবারের সঙ্গেও কথা বলেছি। তারাও বললেন তিনি কিছুটা অস্থিরতার মধ্যে রয়েছেন। তাই অসংলগ্ন আচরণ করছেন। তার কিছুটা রেস্ট দরকার। আমরা সেভাবেই বিষয়টি দেখছি।