গণতন্ত্র মঞ্চের নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ

0

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর ছবি এবং তথ্য ছড়ানোর প্রতিবাদ জানান মঞ্চের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, এইসব মিথ্যা, বানোয়াট তথ্য ছড়িয়ে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ কিংবা নুরুল হক নুরকে হেয় করা যাবে না। দেশের জনগণ এসব প্রোপাগাণ্ডা বিশ্বাস করে না।

বুধবার বিকালে তোপখানাস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

সভায় আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় রাজনৈতিক বন্দী মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। গণঅবস্থান থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মির্জা ফখরুল, মির্জা আব্বাসের জামিন স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আপিলের নিন্দা জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সরকার বিচার ব্যবস্থাসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করে জনগণের সঠিক বিচার পাবার অধিকার হরণ করে একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করেছে। ফখরুল-আব্বাসের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিল রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ বলে মন্তব্য করেন মঞ্চের নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য বাচ্চু ভূঁইয়া, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান প্রমুখ।

বিডি প্রতিদিন

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More