ঢাকার ধামরাইয়ে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাবলী আক্তারকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।’
এর আগে, আজ বুধবার ভোরে বাবলী আক্তারকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে এবং মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী আক্তার চুরি যাওয়া গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ বিষয়ে বিস্তারিত জানতে উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘গরু চুরি মামলায় এর আগে আমরা ২ জনকে গ্রেপ্তার করি। তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সংশ্লিষ্টতা বিষয়ে জানা যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা বাবলী আক্তারকে আদালতে আজ পাঠাইনি। তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।’