তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে সিলেটে বিভাগীয় গণসমাবেশে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে আপনারা নতুন যুদ্ধ শুরু করেছেন, এই যুদ্ধ গণতন্ত্র ফিরে পাওয়ার যুদ্ধ।
শনিবার (১৯ নভেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
এ দিন বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথির বক্তৃতা দিতে মঞ্চে ওঠেন মির্জা ফখরুল। প্রায় ২৩ মিনিটের বক্তব্যে তিনি বলেন, সিলেটের ইতিহাস যুদ্ধজয়ের ইতিহাস। এই যুদ্ধে অবশ্যই আমরা জয়লাভ করবো। হযরত শাহজালাল পূণ্যভূমিতে অন্যায় জুলুমের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন।
সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে আমরা জয়লাভ করবো বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিস্তারিত আসছে…
উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর