নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিককে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মির্জারচর ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাফর ইকবাল মানিক মির্জারচরের মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এলাকাবাসী ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মানিকের সঙ্গে স্থানীয় ফারুক গ্রুপের বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই মানিককে গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদীভাঙন বিষয়ক এক সভায় অংশ নেন চেয়ারম্যান মানিক। বিকাল সাড়ে ৪টার দিকে সভা শেষ হওয়ার পর বের হলে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় জাফর ইকবাল মানিককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।’
নিহত জাফর ইকবাল মানিকের ভাই বারসন মিয়া বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গুলি করে মানিককে হত্যা করেছে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে চেয়ারম্যান জাফর ইকবাল মানিক নিহত হয়েছেন বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি আমরা।’
উৎসঃ বাংলা ট্রিবিউন