ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাতের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। শনিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া সমাবেশ থেকে তারা এ আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন, ‘বিএনপি খেলার জন্য আগ্রহী। পুলিশ রেখে খেলতে এলে আওয়ামী লীগ দুই ঘণ্টাও টিকতে পারবে না। বিএনপি এখনও খেলা শুরু করেনি।’
তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব কথায় কথায় বলেন, খেলা হবে, খেলা হবে। আমরাও বলতে চাই, খেলা হবে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া স্লোগান উল্লেখ করে বলেন, ‘আজকের এই সমাবেশে আমাদের সবার একই কথা- দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘এই সরকারের দিন শেষ। তারা এখন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তাদের পালাতে দেওয়া হবে না।’
সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘সিলেট থেকে সরকার পতন আন্দোলন শুরু হলো। ডিসেম্বরে বিজয়ের মাসেই আমরা সরকারের পতন চাই।’
বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার বলেন, ‘১০ ডিসেম্বর আমরা ঢাকা শহরে আসছি। কোনও ধানাইপানাই চলবে না। ক্ষমতা ছাড়েন। না হলে ক্ষমতা থেকে টেনে নামানো হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে বাঁচাতে এই সরকারকে উৎখাত করতে হবে।’
উৎসঃ বাংলা ট্রিবিউন