বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক

0

যুগপৎ আন্দোলনের লক্ষ্যে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সাড়ে ৩ টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘণ্টা স্থায়ী হয়ে বিকাল সাড়ে ৫ টায় বৈঠকটি শেষ হয়। বৈঠকে আগামী ৩০শে ডিসেম্বর ঢাকার গণমিছিল বাস্তবায়ন নিয়ে দুই দলের লিয়াজোঁ কমিটি আলোচনা করে।

বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাউয়ুম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান বিজু, গণঅধিকার পরিষদের রাশেদ খান।

এই বিষয়ে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক মানবজমিনকে বলেন, আমরা কিভাবে যুগপৎ আন্দোলনের ভিত্তিতে এক জায়গায় আসবো তা নিয়ে আজ আলোচনা করেছি। দ্বিতীয়ত আমরা ৩০শে ডিসেম্বরের কর্মসূচীতে কোন দল কোথায় থাকবো তা নিয়ে কথা বলেছি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩০শে ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ বেলা সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনে অবস্থান করবে ও দুপুর ২ টায় বিএনপি তাদের নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান করবে।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি বলেন, গণতন্ত্র মঞ্চ ৭ই ডিসেম্বর রাষ্ট্র মেরামতের জন্য ১৪ দফা দেয়। অন্যদিকে বিএনপি ১০ই ডিসেম্বর তাদের ১০ দফা পেশ করে। পরবর্তীতে তারা ২৭ দফা দেয়। আমরা আজকে বৈঠকে দুইদলের যৌথ দাবিগুলো নিয়ে আলোচনা করেছি। এর ভিত্তিতে যুগপৎ আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে।

৩০শে ডিসেম্বর কর্মসূচিতে আমরা সেই চূড়ান্ত দাবিগুলো ঘোষণা করবো।

উৎসঃ   মানবজমিন
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More