আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলাটি করা হয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন আব্দুস সোবহান গোলাপ।
ঢাকা টাইমসকে তিনি বলেন, এক সপ্তাহ আগে আমি উকিলের (আইনজীবী) মাধ্যমে ব্যারিস্টার সুমনকে নোটিশ পাঠাই। তারপর আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলা করেছি।
এদিকে এ বিষয়ে কথা বলার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ঢাকাটাইমস