রপ্তানি বৃদ্ধি এবং রপ্তানিজাত পণ্য বহুমুখিকরণের লক্ষ্যে কাজ করছে সরকার: পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির ( ভিডিও)

ফয়সাল আহমেদ ফ্রাঙ্কফুর্ট: (ভিডিও )

0

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ২৬ শে জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি পর্যন্ত চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশ নিয়েছে বাংলাদেশ। এ বছর ফ্রাঙ্কফুর্টে বিশ্বের বৃহত্তম গৃহস্থালি মেলা আম্বিয়ান্তেতে ১৭০টি দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানি অংশ নিয়ে পণ্য প্রদর্শন করছে এবং ১ লক্ষ ৪০ হাজার ব্যবসায়ী দর্শনার্থী মেলা পরিদর্শন করেন। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় ১২টিসহ মোট ৫৯ টি কোম্পানি অংশ নিয়েছে।

মেলার শুরুর দিন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) স্টল উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) সাইফুল ইসলাম।

পাট ও বস্ত্রমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট মেলার হেড অফ ইন্টারন্যাশনাল স্টেফান সুনদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন। সাক্ষাতে পরবর্তী মেলায় বাংলাদেশের আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণের ব্যাপারে উভয় পক্ষ থেকে আশ্বাস ব্যক্ত করা হয়।

এছাড়াও মন্ত্রী বাংলাদেশ থেকে আম্বিয়ান্তে ২০২৪ এ অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।

মন্ত্রী জানিয়েছেন, সরকার বিদেশে রফতানির পরিমাণ বৃদ্ধির জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি এ মেলায় অংশ নিয়েছেন।

হস্তশিল্পের পণ্যকে প্রধানমন্ত্রী এ বছর প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছেন এবং এ শিল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।

গৃহস্থালির পণ্য সামগ্রী বিশ্বে বাজারজাত করার ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্টের এ মেলা বিশ্বের সর্ববৃহৎ মেলা। এই মেলায় সরাসরি পণ্য বিক্রয় হয় না। শুধু পণ্য প্রদর্শন এবং উৎপাদনকারী কোম্পানি এবং বাজারজাতকারি কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক চুক্তি সম্পাদিত হয়।

বাংলাদেশ থেকে রপ্তানিজাত পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার। জার্মানির ফ্রাঙ্কফুর্টে ২৬ শে জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি পর্যন্ত চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করে এ কথা বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতে রপ্তানি দ্বিগুণ করতে সরকার বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More