ট্রলারযোগে বরিশালে পৌঁছেছেন পিরোজপুর বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বরিশাল পৌঁছানোর পর বঙ্গবন্ধু উদ্যানে শামিয়ানা টানিয়ে তারা অবস্থা নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে চাল, ডাল, মুরগিসহ রান্না করার সরঞ্জাম নিয়ে ট্রলারযোগে রওনা দেন তারা।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হােসেন এ তথ্য জানিয়েছেন। জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, সমাবেশে যোগদানে বাধা দিতে শাসক দল পরিবহন ধর্মঘটের মাধ্যমে আমাদের হয়রানি করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তিনদিন আগে থেকেই বরিশালে আসতে শুরু করেছেন। এরই মধ্যে সমাবেশে পিরোজপুর থেকে ১২ থেকে ১৩ হাজার নেতাকর্মী পৌঁছেছেন।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, ‘সমাবেশস্থলে রান্নার আয়োজন করা হয়েছে। তাবু ও শামিয়ানা টানিয়ে নেতাকর্মীরা রাত্রিযাপন করছেন।’
সমাবেশস্থলে টানা দ্বিতীয় রাত কাটাচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নিজস্ব ব্যবস্থাপনায় খাওয়া-দাওয়া করছেন তারা। তাদের উজ্জীবিত রাখতে মিছিলে মিছিলে সমাবেশস্থল মুখরিত করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ পথ হেঁটে আসা ক্লান্ত কর্মীদের মাঠে ধরে রাখতে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বিডি প্রতিদিন