সৌদিআরব:বিএনপি‘র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আর. এ. গণির মৃত্যুতে সৌদিআরব বিএনপির উদ্দোগে ২১ জানুয়ারী সৌদিআরবের প্রানকেন্দ্র জেদ্দায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য সৌদিআরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিব বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত বিনয়ী ড. আর. এ. গণির মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা পূরন হবার নয়।দেশের এই ক্রান্তিলগ্নে দল মত নির্বিশেষে সবাইকে গনতন্ত্র পুর্নরুদ্বারের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান। সৌদিআরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিবের সভাপতিত্বে সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান বিশেষ অতিথি আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম গিয়াস উদ্দীন সভায় বক্তব্য রাখেন মোঃ হারুন ৷ শাহাআলম ৷ অব্দুল মান্নান ৷ নূরুল আমিন ৷ সেলিম রেজা ৷ লুৎফুর রহমান ৷ বেলায়েতহুসেন ৷ জিয়াউর রহমান ৷ সেখ মোস্তাক আহমেদ ৷ মিন্টু ৷কামরুল ইসলাম ৷ সাইফুল ইসলাম ৷ রফিকুল ইসলাম ৷ আফছার আহমেদ