ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তরে বিএনপির সংবাদ সম্মেলনঃ অভিলম্ভে পদত্যাগ করে নির্বাচনের দাবী

0

Germany BNPব্রাসেলস থেকে হাবিবুল্লাহ আল বাহারঃ ৫ জানুয়ারী “গনতন্ত্র হত্যা দিবস” উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাসেলসে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষেইউরোপিয়ান পার্লামেন্টে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান এবং পরে তিনি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার সায়েম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক বিদেশী সাংবাদিকও উপস্থিত ছিলেন।

বক্তব্যে মাহিদুর রহমান ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে বলেন, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে এবং আজ তার ২ বছর পূর্ণ হল। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি এ দেশে কোনো নির্বাচন হয়নি।  নির্বাচন কেন্দ্রগুলোতে মানুষেরবদলে কুকুর বসে থাকতে দেখা গেছে। তিনি সরকারের লুটপাট, গুম-হত্যা, অন্যায়-অবিচারের বিস্তারিত বিবরণী দিয়ে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে আহ্বান জানান। তারা বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পৌর নির্বাচনের মাধ্যমে তা আবারো প্রমানিত হয়ে গিয়েছে। তিনি গত বছরের এই দিনে বেগম খালেদা জিয়াকে তার গুলশানের অফিসে আটক করে রাখা হয়েছিল উল্লেখ করেন বলেন তার খাদ্য সরবরাহও বন্ধ করে দিয়েছিল এই সরকার যা সভ্য পৃথিবীর ইতিহাসে অকল্পনীয় এবং গনত্রন্তের ইতিহাসে নজিরবিহীন। এমনকি সেই সময় বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়ার অফিসের বিদ্যুৎ, টেলিভিশন ক্যাবল এমনকি ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। এমনকি তারা ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর উপর বিষাক্ত পিপার স্প্রে নিক্ষেপ করে। এই সরকারের আমলে দেশি লেখক, ব্লগার এবং সাংবাদিকের পাশাপাশি বিদেশী নাগরিকও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যার কোন বিচার সরকার করতে পারে নাই। বিদেশি একজন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সায়েম বলেন, বিএনপি একটি গনত্রান্ত্রিক দলজ্বালাও পোড়াও বা ধ্বংসের রাজনীতি বিএনপি করেনা, আমরা চাই সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গনত্রন্ত্র ফিরে আসুক এবং মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সুইডেন বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমদ সাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু,ডেনমার্ক বিএনপির সভাপতি গাজি মনির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক কাজী শাহিন, জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, ফ্রান্স বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সেক্রেটারি তাহের আহমেদ মহিলা দল নেত্রী শামিমা আকতার রুবি, ইউকে যুবদল সভাপতি রহিম উদ্দিন প্রমুখ।Germany BNP-1

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More