ইকবাল হোসেন বাবু বহি:বিশ্বে জাতীয়তাবাদী শক্তির প্রিয় নাম

0

Beljiam-BNP

বেলজিয়াম প্রতিনিধিঃ ইকবাল হোসেন বাবু বহি:বিশ্বের জাতীয়তাবাদী শক্তিতে সুপরিচিত নাম। বহিঃবিশ্বে সরকার বিরোধী জনমত গঠনে সেই সময় যে কয়েকজন সাহসী তরুন দলকে টেনে সাফল্যের আশার-আলো দেখাচ্ছেন তার মধ্যে ইকবাল হোসেন বাবু অন্যতম।

বেলজিয়াম প্রবাসী এই নেতা এক সময় দ্বায়িত্ব পালন করেন দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে। একথা বলার অপেক্ষা রাখেনা বেলজিয়াম বিএনপির সাংগঠনিক অবস্থান এখন সবার জন্য নজরকারা উৎকৃষ্ট উদাহরণ। কিন্ত ইকবাল হোসেন বাবু এখানেই থেমে নেই।

দলকে আরো গতিশীল করতে চষে বেড়িয়েছেন লন্ডনসহ সমগ্র ইউরোপ। সৃষ্টি করেছেন জাতীয়তাবাদী শক্তির নতুন জোয়ার। যেখানে সুযোগ পেয়েছেন দলের আদর্শকে তুলে ধরার, সেখানেই ঝাপিয়ে পড়েছেন অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের হাতিয়ার নিয়ে। এখন পর্যন্ত যে কয়বার ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে তার নেপথ্যের কারিগর ছিলেন এই ইকবাল হোসেন বাবু।

এই কিছুদিন আগেও ফ্রান্সের ষ্ট্রাসর্বোজ অনুষ্টিত বাংলাদেশ বিষয়ে বিতর্কের কারিগর এই বাবু। দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাবাজন এই নেতা প্রমাণ করেছেন আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে সেই অমর বাণী, “প্রশিক্ষিত কর্মীই রাজনৈতিক দলের প্রাণ।” ঠিক সেই ভাবে নিজে কোন পদ-পদবীর তোয়াক্কা না করে দলকে এগিয়ে নিয়েছেন অবলীলায়।

যেখানে দলের স্বার্থ সেখানে ইকবাল হোসেন বাবু। এ যেন এক সূতায় বাধাই করা দুটি প্রাণ। যেখানে আজকাল পদ-পদবি ওয়ালা নেতাদের দেখা মিলা দুষ্কর, সেখানে আত্ব-প্রচারবিমূখ এই বাবু প্রবাসের জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীর সাথে রেখে চলেছেন নিবিড় যোগাযোগ।

সময় এসেছে এবার ঘুড়ে দাড়াবার, প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করার। পদ পেয়ে ঘরে বসে থাকাদের বিতাড়িত করার পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবী।

তাই বিএনপির হাই কমান্ড তথা দেশনেত্রী বেগম জিয়া এবং তারুণ্যে অহংকার দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে আকুল-আবেদন একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে বেলজিয়াম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল হোসেন বাবু ভাইকে কেন্দ্রীয় বিএনপির আন্ত’জাতিক সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া প্রবাসী জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীর প্রাণের দাবী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More