হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জার্মানি শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন আকুল মিয়া এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ। সাধারন সম্পাদক হিসেবে গনি সরকারকে এবং মোস্তাক খানকে ১ম যুগ্ন সাধারন সম্পাদক ঘোষণা করা হয়েছে। নব গঠিত এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে দেওয়ান সফিকুল ইসলামকে।
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রাহমান স্বাক্ষরিত এক অনুমোদন পত্রের মাধ্যমে বিএনপির-জার্মানি শাখার নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল উপায়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দলের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশে গনত্রন্ত্র পুনরুদ্ধার ও মানবধিকার রক্ষার সংগ্রামে কেন্দ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে আশা পোষণ করা হয়।
জানা যায়, দীর্ঘ দিন থেকে জার্মানি প্রবাসী বিএনপি’র নেতা কর্মীরা নতুন কমিটির অপেক্ষায় ছিলেন। স্থানীয় সময় বুধবার রাতে কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে উৎফুল্ল নেতা কর্মীরা সভাপতি আকুল মিয়ার রেস্টুরেন্টে জড়ো হয়ে শুভেচ্ছা বিনিময় করে এবং একে অপরকে মিষ্টি খাওয়ায়ে দিয়ে আনন্দ প্রকাশ করে।