বিশেষ প্রতিনিধি, বেলজিয়াম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেলজিয়াম শাখা এক বিবৃতিতে অবিলম্বে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবী জানান। বিবৃতিতে তারা বলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে সরকার আটকে রেখেছে। নিখোঁজের ৪ বছর পুর্ন হতে চলেছে কিন্তু এখনো জনপ্রিয় এই নেতাকে ফিরিয়ে দেয়া হচ্ছে না।
বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ সাজা বলেন, বিরোধী দলের রাজনীতি ও নেতাদের নির্মূল করতে ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে বন্দি করে রেখেছে এই অবৈধ সরকার। দেশে গুমের রাজনীতি চলতে থাকলে গনতন্ত্র ও রাজনীতির মৃত্যু হবে।
বেলজিয়াম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু বলেন, ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে দেশ বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বেলজিয়াম বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলম হোসেন সাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে ।