পর্তুগালে নতুন ইমিগ্রেশন আইনের বিরুদ্ধে রাস্তায় অভিবাসীরা

0

Portugal2[ads1]পর্তুগালের রাজধানী লিসবনে ‘সলিডারিটি ফর ইমিগ্রান্ট’ এর ব্যানারে অনুষ্ঠিত হয়ে গেলো এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানব বন্দন। সলিডারিটি ফর ইমিগ্রান্ট এর ‘প্ল্যাটফর্ম ফর ইমিগ্রেশন এন্ড সিটিজেনশিপ’ এর ব্যানারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, চীন, ব্রাজিল, সেনেগাল, নাইজেরিয়া, মরক্কো, আলজেরিয়া, এ্যাঙ্গোলা, কাপে ভের্দে, গিনি বিসাও, ইউক্রেন, বেলারুশসহ বিভিন্ন দেশের হাজারো অবিভাসীদের ও পর্তুগালের বিভিন্ন অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনের অংশগ্রহনের মধ্যে দিয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চলতি বছরের মার্চে ‘সেফ পর্তুগাল’ কর্তৃক জারিকৃত অভিবাস অাইনের ধারা ৮৮ এর কিছু পরিবর্তন করা হয়।

যার ফলে অভিবাসন প্রত্যাশীদের স্বর্গরাজ্য বলে খ্যাত পর্তুগালের দুয়ারও অনেকটাই সংকুচিত হয়ে পড়ে। অভিবাসন আইন সহজ করা, কান্ট্রি আউট নামক বহিস্কারকরণ আইন শিথিল করা, পর্তুগাল বাম ব্লক ডেপুটি সান্দ্রা কুনহা ‘নীতি ও বৈধকরণ প্রক্রিয়া শক্ত’ করার প্রতিবাদে সলিডারিটি ফর ইমিগ্রান্টের উদ্যোগে প্রবাসীদের এ প্রতিবাদ র‍্যালি ও দাবীর প্রতি সমর্থন জানিয়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্তুগীজ নাগরিকদের অংশগ্রহণ ও সহমর্মিতা প্রকাশ করতে দেখা যায়।[ads2]

Portugal

[ads1]র‍্যালিতে অংশ নেয়া বাংলাদেশী নাগরিক এনামুল হক জানান, হঠাৎ করে পর্তুগীজ লিগ্যালাইজেশান অফিস রেসিডেন্ট কার্ড প্রদান ও ট্যাক্সপেয়ার নম্বর বন্ধ করে দেয়াতে অন্যান্য দেশের মত বাংলাদেশীদেরও নানা হয়রানীর স্বীকার হতে হচ্ছে। চীনা নাগরিক ইয়াংজু আক্ষেপ করে বলেন, ছয় বছর ধরে তিনি এখানে বসবাস করে আসছেন। কিন্তু তাকে এখনও অবৈধের তকমা নিয়ে থাকতে হচ্ছে। লুক্সেমবার্গের জেসিকা লোপেজে সলিডারিটি ফর ইমিগ্রান্ট লিসবনে দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিবাসন নিয়ে। তিনি বলেন, মার্চ’১৬ থেকে ইমিগ্রান্টদের সাথে সেফের যে আচরণ, তার প্রতিবাদে একাত্ত্বতা ঘোষণা করে এই কর্মসূচী আয়োজন করেছে তারা এবং পর্তুগীজ নাগরিকদের মাঝে ইমিগ্রান্টদের সম-অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে তারা।
এ সময় প্রবাসীরা পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমনিজ পার্ক থেকে বিভিন্ন  স্লোগান এবং ‘পর্তুগালে সমান নাগরিক অভিবাসী’,  ‘দাসত্বের বিরুদ্ধে ইমিগ্রান্টস’, ‘বিতাড়ন সমাধান নয়’, ‘একটি ভিসা’, ‘সমান কাজ, সমান বেতন’ ইত্যাদি লেখা সম্বলিত  ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ র‍্যালি প্রাসাদা কমার্চিয়াতে স্কয়ারে গিয়ে শেষ হয়।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More