পশ্চিমবঙ্গের দুই জায়গা থেকে পুলিশ ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
বুধবার গভীর রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেফতার হওয়া বাংলাদেশিরা জানিয়েছেন, তারা সকলেই কুষ্টিয়ার বাসিন্দা।
জানা যায়, দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার তালদির একটি বাড়িতে ছিলেন ৬ বাংলাদেশি।দালালদের মাধ্যমে কজের সন্ধানেই তারা এপারে এসেছিল। এর কোন নাশকতা কাজের সঙ্গে যুক্ত কিনা সে সম্পর্কে খোঁজ খবর চালাচ্ছে সেদেশের পুলিশ। যে বাড়িতে ৬ বাংলাদেশি ছিল সেই বাড়ির মালিককেও পুলিশ আটক করেছে।
ধৃত বাংলাদেশিদের আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিযেছেন।
এদিকে, কলকাতার নিউটাউন থেকে বিধাননগর কমিশানেরেটের পুলিশ গ্রেপ্তার করেছে ৩ বাংলাদেশিকে। পুলিশের কাছে তারা জানিয়েছে, মাসখানেক আগে তারা ক্যানিং সীমান্ত পেরিয়ে অবৈধভাবে কলকাতায় আসে। তারা সকলেই সাতক্ষীরার বাসিন্দা। তারাও কাজের খোঁজে এপারে এসেছিল বলে পুলিশি জেরায় জানিয়েছে।