দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস। দেশের গণ্ডি পেরিয়ে সম্প্রতি তিনি তার গানের জাদু ছড়িয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। আর তারই ধারাবাহিকতায় শিল্প, সংস্কৃতি, চির তরুণ ও সঙ্গীতের শহর প্যারিসে এবার জেমস ছড়ালেন তার সুরের জাদু।
প্যারিসের বন নবেল অডিটোরিয়ামে এক সন্ধ্যায় তিনি তারায় তারায় রটিয়ে দিলেন তার সুরের মূর্ছনা। আর তার সুরের মায়ায় মুগ্ধ হয়ে ছিলেন শ্রোতারা। নগর বাউল জেমস প্যারিসের সন্ধ্যায় প্রথমেই শুরু করেন ‘ও বিজলী চলে যেও না’ শিরোনামের তার জনপ্রিয় গানটি দিয়ে। আর তার গানের সুরের তালে দর্শকদের মনে বিরহের ছোঁয়া দেওয়ার পর আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে মাঝরাত পর্যন্ত মাতিয়ে রাখেন শ্রোতাদের। সর্বশেষ তিনি তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’র সুরে সুরে শেষ করেন অনুষ্ঠানটি।