পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের লিবিয়ায় না যেতে কঠোরভাবে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের লিবিয়া সফর থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।’
কয়েক বছর ধরেই লিবিয়ায় সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরো খারাপ হওয়ায় মন্ত্রণালয় এই সতর্কতা দিয়েছে। গত জুলাইয়ে বাংলাদেশ লিবিয়ায় তাদের কূটনৈতিক মিশন বন্ধ ঘোষণা করে এবং সেখানকার কর্মকর্তাদের তিউনিশিয়ায় সরিয়ে নেয়।
এখনো প্রায় ৪০ হাজার বাংলাদেশি লিবিয়ায় অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। প্রাণে বাঁচতে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা চালাচ্ছেন।
গত ২৪ আগস্ট প্রায় ৫০০ অভিবাসীপ্রত্যাশী বাহী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেলে এসব লিবিয়াবাসীর দুর্দশা বিশ্ববাসীর নজরে আসে। সে নৌকায় কমপক্ষে ৭৪ জন বাংলাদেশি ছিলেন, যার মধ্যে ২৪ জন মারা যান এবং বাকি ৫৪ জন উদ্ধার হন।