মোশাররফ নামের এই প্রবাসী দাবি করেছেন তাদেরকে মালায়শিয়ায় বেতন দেয়া হয় না বা খুবি কম বেতন দিয়ে থাকেন। যা মেনে নেয়া খুব কষ্টকর কিন্তু শাওন, আরাফাত, মাসুদ নামের কিছু মালায়শিয়ান প্রবাসীদের কাছে বিষয় গুলো জানতে চাইলে তারা বলেন, “মালায়শিয়াতে যদি অবৈধ ভাবে কেউ আসে শুধু তারি সমস্যা বেশি হয় অন্যথায় সমস্যা হয় না, ঠিক তা নয় কিছু সমস্যা হয় তা আমাদের এবং কিছু ভুলের কারনে। হ্যাঁ মালায়শিয়াতে থাকা খুব কষ্টের প্রথমে এসে কিন্তু যদি কেউ চায় মালায়শিয়া থেকে ভালো টাকা আয় করে দেশে পাঠাতে পারে।”