মিশিগান: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মিশিগান বিএনপির কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।
রোববার স্থানীয় কাবাব হাউসে মিশিগান ছাত্রদলের সভাপতি নাহিদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে মিশিগান-১৪ ডিস্ট্রিকের কংগ্রেস ওমেন ব্র্যান্ডা লরেন্সের কাছে বিএনপির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আরও সিনেটর কংগ্রেস ম্যানদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা আলী ওয়াসিমুজ্জামান চৌধুরী রনি ও যুবদলের সদস্য সচিব মঞ্জুরুল করিম তুহিন।
ফখরুল ইসলাম লয়েছ বলেন, ‘দেশে যে সঙ্কট চলছে তার জন্য শেখ হাসিনা দায়ী। অবৈধ শেখ হাসিনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’
সেলিম আহমদ বলেন, ‘দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করে বাকশালীরা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। জনগণ তা হতে দেবে না।’
আলী ওয়াসিমুজ্জামান চৌধুরী রনি বলেন, ‘সরকার গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে দেশকে ত্রাসের রাজত্বে পরিণত করেছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মঞ্জুরুল করিম তুহিন, নূরুল হক, গোলাম নূর চৌধুরী, মইনুল ইসলাম, বাহার আহমদ, আব্দুল ওয়াদুদ নাছিম, মোহাম্মদ সামি হক ও মো. ফরহাদ আহমদ প্রমুখ।