বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদিআরব কিলো১৪ শাখা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম সুমন ও সহসাধারন সম্পাদক সুমন মোল্লা সদস্য মো:আলমের অকাল মৃতুতে সৌদিআরব কিলো ১৪শাখা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী মুকিব বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নজরুল, সুমন, আলমের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হল সৌদিআরব কিলো ১৪শাখা বিএনপিতে তা পূরণ হবার নয়। দেশের এই ক্রান্তিলগ্নে দল মত নির্বিশেষে সবাইকে গনতন্ত্র পুর্নরুদ্বারের আন্দোলনে শরিক হওয়ারও আহবান জানান তিনি। কিলো১৪ শাখা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ফরহাদ ও রুমির যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি সদস্য সচিব নজরুল ইসলাম আহবায়ক কমিটির সদস্য মনিরূজ্জামান তফন কেফায়ত উল্লা কিসমত সভায় বক্তব্যে রাখেন হারুন, বোরহান উদ্দিন,কয়েছ আহমেদ,বাহার উদ্দিন বাদল,সোয়েব আহমেদ,লুৎফুর রহমান,ডাঃ আলাউদ্দিন,আতিকুর রহমান কেলিম, জিয়াউর রহমান চৌঃ, কামাল উদ্দিন, নাছির উদ্দিন, সহিদুল ইসলাম, বেলায়েত হোসেন মিন্টু, আকরাম হোসেন প্রমুখ।