ঢাকা: এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হাজির মৃত্যু নিশ্চিত করা গেছে এবং ৯৮ হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. বোরহান উদ্দিন। তবে এর আগে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছিলেন ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। পরে আবার সাংবাদিকদের জানান ১০ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার বেলা ২টার সময় ধর্ম মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদরে এ তথ্য জানান তিনি। নিহত ১০ হাজির মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করা গেছে বলেও জানান উপ-সচিব।
ড. মো. বোরহান উদ্দিন বলেন, ‘আমাদের দেশ থেকে যখন হজ করতে সৌদি আরবে যায় তখন অনেক সময়ই এজেন্সির লোকজন তাদের পাসপোর্ট নিয়ে নেয়। হাজিদের সঙ্গে থাকে শুধু কব্জি বেল্ট। এই বেলটিও হাজিরা অনেক সময় খুলে ফেলেন।’
তিনি বলেন, ‘হাজিরা যখন বুঝতে পারেন যে, এখানে আমাদের জায়গাটি পরিচিত হয়ে গেছে তখন তারা সে বেল্ট খুলে ফেলেন। এ জন্য মৃত বা নিখোঁজ হাজিদের সনাক্ত করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের হাজিদের সেবাদানরত কর্মকর্তরা তাদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।’
হাজিদের মধ্যে যারা মারা গেছেন তাদের লাশ কোথায় দাফন করা হবে? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমাদের দেশ থেকে যারা হজে যান ধর্মীয় অনুভূতি অনুযায়ী তাদের স্বজনরা চান যেন সৌদি আরবেই তাদের দাফন করা হয়। আর সেসব হাজিদের লাশ তাদের স্বজনেরা ফেরত চাইবেন সেক্ষত্রে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেয়া হবে।’