মাতৃভূমি নয়, যেখানে বলা হয় পিতৃভূমি

0

Fatherlands_map_namesগোটা বিশ্ব গতকাল পালন করলো বাবা দিবস। দিবসটি পালন করার ধরন একেক দেশে একেক রকম হলেও উদ্দেশ্য অভিন্ন। দিনটিতে সকলে তাদের বাবাকে স্মরণ করেছেন। পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষই নিজের দেশকে মাতৃভূমি বলে থাকেন। তবে কিছু দেশ আছে যেখানে মাতৃভূমি নয়, বলা হয় পিতৃভূমি। কোন কোন দেশে আবার মাতৃভূমি ও পিতৃভূমি দুটোই বলা হয়ে থাকে।  জার্মানি ও আলবেনিয়ার অধিবাসীরা নিজেদের দেশকে পিতৃভূমি বলতেই বেশি পছন্দ করেন [ads1]

বেলারুশের বাসিন্দারা তাদের দেশকে কখনও কখনও পিতৃভূমি বলে থাকেন। বুলগেরিয়ায় পিতৃভূমি বলা হয়। হল্যান্ডে অষ্টাদশ শতাব্দীতে দেশকে পিতৃভূমি বলারই রেওয়াজ ছিল। এস্তোনিয়ার মানুষরা দেশের ক্ষেত্রে পিতাকেই বেশি গুরুত্ব দেন। জর্জিয়ানরা একসময় নিজের দেশকে পিতৃভূমি বলতেই পছন্দ করতেন। প্রাচীনকালে গ্রিসেও দেশকে পিতৃভূমি বলার রেওয়াজ ছিল। আইসল্যান্ডের মানুষ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে দেশকে পিতৃভূমি বলতেন। কাজাখস্তান, নরওয়ে, নাইজেরিয়া, থাইল্যান্ড, সুইসরাও একসময় দেশকে পিতৃভূমি বলতেন। [ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More