বাগেরহাট: পূর্ব সুন্দরবনে মাছ ধরতে যাওয়া রফিকুল (৩৫) নামের এক জেলেকে কুমিরে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের শ্যালা নদীর বেড়িরখালে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মজিবর ঘরামীর ছেলে।
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. সুলতান মাহমুদ জানান, কুমিরের আক্রমনের শিকার রফিকুল ঘরামী ও আবদুল্লাহ (১৭) নামের দুই জেলে শ্যালা নদীর বেড়িরখালে মাছ ধরছিল।
চরগড়া জাল পেতে মাছ ধরার সময় হঠাৎ একটি কুমির রফিকুলকে ধরে নদীতে টেনে নিয়ে যায়। পরে তার সঙ্গীর কাছ থেকে জানতে পেরে স্থানীয়রা পরিবারের লোকজনকে খরব দেন।
রফিকুলকে উদ্ধারে বনবিভাগ ও পরিবারের লোকজন সকাল থেকে ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে বলে জানান এসও মাহমুদ।