র‌্যাংকিং-এ উন্নতি সাকিবের, অধঃপতন যাদের

0

SAKIB Wifeবিশ্ব টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। তবে অধঃপতন ঘটেছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। আর নিজের জায়গা ধরে রেখেছেন মোমিনুল হক। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি।

টেস্ট সিরিজে ৪ ইনিংস ব্যাট করে মোট ২০৩ রান করেন সাকিব। সিরিজ শুরুর আগে ৩৫তম স্থানে ছিলেন সাকিব। সিরিজ শেষে ৩০তম স্থানে উঠে এসছেন তিনি।

টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হয়েও র‌্যাংকিং-এ ৩ ধাপ পিছিয়েছেন তামিম। ৪ ইনিংসে ২৭৭ রান করা তামিম বর্তমানে রয়েছেন ২৯তম স্থানে। ৫ ধাপ পিছিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের অবস্থানও। ৪ ইনিংসে মাত্র ৪৪ রান করা মুশফিকুরের অবস্থান ৪৮।

টানা ১১ টেস্টে হাফ-সেঞ্চুরির রেকর্ড করা মোমিনুলের র‌্যাংকিং-এ কোন পরিবর্তন হয়নি। সিরিজে ১৮২ রান করা মোমিনুল রয়েছেন ২৩তম স্থানে।

বিশ্ব টেস্ট র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যান :
খেলোয়াড় র‌্যাংকিং রেটিং
মোমিনুল ২৩ (=) ৬৬১
তামিম ইকবাল ২৯ (-৩) ৬৩২
সাকিব আল হাসান ৩০ (+৫) ৬২৯
মুশফিকুর রহিম ৪৮ (-৫) ৫১৬
মাহমুদুল্লাহ রিয়াদ ৫৫ (-২) ৪৭৫

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More