হিট-অ্যান্ড-রান মামলায় অপরাধী সাব্যস্ত হওয়ার পরও মুম্বই হাইকোর্ট যে ভাবে সলমন খানকে জামিন দেওয়ার পাশাপাশি তাঁর পাঁচ বছরের কারাবাসের সাজার উপরেই সাসপেনশন জারি করেছে, তাতে ক্ষোভ ছড়াচ্ছে বিভিন্ন মহলে৷
প্রাক্তন আইপিএস অফিসার তথা বিশিষ্ট সমাজকর্মী কিরণ বেদীর মতে, এই ঘটনা খারাপ বার্তা দিল৷ বিজেপি সাংসদ সাধ্বী প্রাচীর বক্তব্যে আবার সাম্প্রদায়িক সুর শোনা গিয়েছে৷ অন্য দিকে, বিতর্কের মধ্যেও পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সলমন৷
কিরণ বেদী শনিবার টুইটারে লেখেন, ‘বম্বে হাইকোর্টের সিদ্ধান্তে সাধারণ ভাবে এটাই মনে হচ্ছে যে, কেউ যদি ভিআইপি, বড়লোক, বিশেষ সুবিধাভোগী ও নাম-ডাকওয়ালা ব্যক্তি হয়, তা হলে সে সবথেকে ভালো আইনি সাহায্য পাবে, এবং কারাবাসের শাস্তিও এড়াতে পারবে৷’ উল্লেখ্য, গত দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন কিরণ৷
সলমনের পক্ষে সওয়াল করতে গিয়ে অভিজিত্ যে ভাবে ফুটপাথবাসীদের কুকুরের সঙ্গে তুলনা করেছেন, তার জন্য এই গায়ককে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন প্রাচী৷ তবে একই সঙ্গে তাঁর দাবি, মালেগাঁও বিস্ফোরণে জড়িত অভিযোগে জেলবন্দি সাধ্বী প্রজ্ঞাকে মুক্তি দিতে হবে৷
দোষী সাব্যস্ত সলমন অবশ্য শুক্রবার রাতেই টুইটারে লেখেন, ‘যাঁরা আমাকে সমর্থন করেছেন, প্রার্থনা করেছেন, তাঁদেরকে থ্যাঙ্ক ইউ মেহেরবানি সুকরিয়া৷’ সলমন-ভক্তদের উদ্দেশ্যে তাঁর বোন অর্পিতা খানও টুইট করেন, ‘আপনাদের ভালোবাসা, সমর্থন ও প্রার্থনা ছাড়া এটা সম্ভব হত না৷ হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ৷’
সূত্র : এই সময়