হালের ক্রেজ মৌসুমী হামিদকে এবার বডিগার্ড রূপে বড় পর্দায় দেখা যাবে। ”শোধ প্রতিশোধ” নামের নতুন একটি ছবিতে বডিগার্ডের ভূমিকায় আসছেন চলচ্চিত্রের এই সম্ভাবনাময়ী নায়িকা। ছবিতে তার বিপরীতে থাকবেন মারখুটে চিত্রনায়ক কাজী মারুফ। এটি পরিচালনা করবেন ফিরোজ খান প্রিন্স। আজ ১১ মে সোমবার সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে ছবিটির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্পর্কে মৌসুমী হামিদ বললেন,” ছবিতে আমি একজন মন্দ মহিলার বডিগার্ড থাকি। কিন্তু তার মন্দ কাজকে মন থেকে সায় দিতে পারিনা। এদিকে কাজী মারুফ একই অফিসে যোগদান করেন। মূলত অফিসটি এক সময় মারুফের বাবার ছিল। কিন্তু মারুফের বাবাকে তারা মেরে ফেলে এবং সব সম্পত্তি ভোগদখল করতে থাকেন। মারুফ তার বাবার হত্যার বদলা নিতে চাইলে আমি তাকে সহায়তা করি। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প।” এদিকে আগামী ৭ আগস্ট ”ব্ল্যাকমানি” ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মৌসুমীর। অ্যাকশন ঘোরানোর ছবিটি নিয়ে তিনি ব্যাপক আশাবাদী। ছবির ”লাভ মানে কি” শিরোমানের একটি গান এরই মাঝে ইউটিউব দুনিয়ায় ঝড় তুলেছে। এতে পারফর্ম করেছেন মৌসুমী ও ছবিটির নায়ক সাইমন।