ঢাকা: দুইমাস ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ তার স্ত্রী হাসিনা আহমদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারতের মেঘালয় থেকে সালাহ উদ্দিন তার স্ত্রীকে ফোন করেন। সালাহ উদ্দিনের সঙ্গে কথা শেষ করে সোয়া ১২টার দিকে হাসিনা আহমদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় যান।
ধারণা করা হচ্ছে- সালাহ উদ্দিনের সঙ্গে ফোনালাপের বিষয় নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন হাসিনা আহমদ। এরপর হয়তো আনুষ্ঠানিকভাবে হাসিনা আহমদ গণমাধ্যমে কথা বলবেন।